শুক্রবার দুপুরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউপি’র বালাপাড়া গ্রামের মন্তাজ আলী ওরফে জগরু মন্তাজ এর বাড়ী হতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ।
ঘটনা স্থলে উপস্তিত অনেকের ধারনা মোবাইল ফোনে প্রেম নিবেদন করে ঐ অজ্ঞাত যুবক মন্তাজের কলেজ পড়ুয়া কন্যার নিকট চলে আসে । কিন্ত বিধি বাম লাশ হয়ে পড়ে থাকতে হল প্রেম নিবেদন কারী যুবককে। তবে পুলিশের ধারনা এ হত্যাকান্ডটি ঘটতে পারে সকাল ১১টার মধ্যে। স্থানীয় ইউপি মেম্বার  আব্দুল মজিদ (হোচত)থানায় অবগত করলে থানাপুলিশ ঘটনা স্থলে আসেন এবং লাশের প্রাথমিক সুরত হাল করেন। পুলিশ আরও জানান,এটি হত্যা কান্ড না আত্যহত্যা তা পোস্ট মর্টেম করলে বিস্তারিত জানা যাবে। এঘটনার পর হতে ঐ বাড়ীর মালিক মন্তাজ সহ সকলে ঘা ঢাকা দিয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/উত্তম রায়/লালমনিরহাট

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here