রামুর ৪টি ইটভাটার মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিত কাঠ পোড়ানোর অভিযোগে ২ লাখ ৭৭ হাজার ৩৩৫ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। শনিবার বিকেলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম এ জরিমানা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম জানিয়েছেন, রামু উপজেলার শফিউল আজম চৌধুরীর বিকে ব্রিকফিল্ডকে ৮৫ হাজার ৭৪০ টাকা, নুরুল হকের মালিকানাধীন এনএফ ব্রিকফিল্ডকে ৫০ হাজার ১৫ টাকা, মোস্তফার মালিকানাধীন জামান এন্ড কোং কে ২৮ হাজার ৫৮০ টাকা এবং রফিক উল্ল্লাহর এমএসআর ব্রিক ফিল্ডকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে জরিমানা প্রদান করা না হলে এসব ইটভাটার লাইসেন্স বাতিল এবং পরিবেশ আদালতে মামলা দায়ের করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল আশ্রাফ জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের এমফোর্সমেন্ট অভিযান দল রামু উপজেলার ১৯টি ইটভাটা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা ৪টি ইট ভাটায় ইট পোড়ানোর এবং কাঠ মজুদ রাখার প্রমাণ মেলে। এ সময় ওই ৪টি ইটভাটার মালিককে শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের অফিসে এসে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম এ জরিমানা করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কামাল আজাদ/কক্সবাজার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here