কালাম আজাদ, কক্সাজার
রামু উপজেলা মিঠাছড়ি ইউনিয়নে এলাকাবাসীর বহুপ্রতিক্ষীত চাইল্ল্যাতলী উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স’াপন করা হয়েছে। স’ানীয় উদ্যোমী যুবক আবুল কালাম আজাদ এ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।
রবিবার (৪ ডিসেম্বর) বিকালে বিদ্যালয়ের মূল ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স’াপন করেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক।
চট্টগ্রাম গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও স’ানীয় সমাজসেবক প্রকৌশলী এস নজির আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, তরুন সমাজসেবক আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিন মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক প্রমূখ।
মাষ্টার জামাল হোছাইন চৌধুরী ও মৌলানা আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইউপি সদস্য যথাক্রমে নুরুল কবির মুজিব, মোজাহের আহমদ ও মোকতার আহমদ, ব্যাংক কর্মকর্তা ও পানেরছড়া সমাজ কল্যান পরিষদের সভাপতি আবদুর রহিম, পানেরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মোস্তফা প্রমূখ।