মো: হাবিবুর রহমান শাহিন, মাটিরাংগা, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির রামগড়ে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব ও নয়া দিগন্ত‘র রামগড় প্রতিনিধি মো: বেলাল হোসেন।

শনিবার সকাল সাড়ে এগারটার দিকে রামগড় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মিছিল শেষে ছাত্রলীগ ক্যাডার নেতা শফিক, সুর্য, আলম, রাজু, হারুন, শিবলী ও লাপ্রু মারমার নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার উপর আতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্ঠা করে। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা ফেটে যায়।

তাকে আশংকাজনক অবস’ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হামলার সাথে জড়িতদের বিচার দাবি করেছেন মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া সহ স’ানীয় সাংবাদিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here