সাজ্জাদুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআফজল গ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল পারভিন আক্তার (১১) নামের ৬ষ্ঠ শ্রেণী এক ছাত্রী।
জানা যায়, চররমিজ রশিদিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী পারভিনের উপজেলার চরগাজি এলাকার প্রবাসী কবির হোসেনের (৩৩) সঙ্গে বৃহস্পতিবার রাতে বিয়ের আয়োজন চলে।
ওই সময় স’ানীয় চররমিজ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবদুর রাজ্জাক দিদার বেসরকারি সংস’া নিজেরা করি’র সংগঠিত স’ানীয় ভূমিহীন সমিতি এবং গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে রাতে পারভিনের বাড়িতে গিয়ে তার অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে বন্ধ করার জন্য অনুরোধ করেন। তাদের অনুরোধে পারভিনের মা মাছুমা বেগম পারভিনের বিয়ে বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন। পারভিন আক্তার ওই গ্রামের প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে।