পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে আগামী ১৫ মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। এদিকে পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাস খোলার দিনই ইতিহাস, দর্শন সহ বিভিন্ন বিভাগের পরীক্ষার তারিখ নির্ধারণ করায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। একারনে শিক্ষার্থীরা ক্যাম্পাসের পাশ্ববর্তী এলাকার মেসগুলোতে গাদাগাদি হয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেছে বিভাগীয় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১ থেকে ১৪ পর্যন্ত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছুটি ঘোষনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আব্দুল খালেক রিয়াদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়