অরুণ্যেদয়ের যুগোল্লাস’ এই শোগানকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দু’দিন ব্যাপী যুগপূর্তি উৎসব পালিত হয়েছে। দুই দিন ব্যাপী অনুষ্ঠানের ২য় দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার র‌্যালী, সেমিনার, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

আজ সকাল সাড়ে ৯ টার দিকে বিভাগটির সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গিয়ে শেষ হয়। পরে সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে  শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ সম্পর্কিত গবেষণা পত্র নিয়ে সেমিনার পর্যালোচনা করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সালমা আকতার, সায়েমা খাতুন, মাহতাব হাকিম গবেষণা পত্র উপস্থাপন করে। সেমিনাবে বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতার চিত্র ফুটিয়ে তোলা হয়। সেমিনার শেষে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন খ্যাতমান শিল্পী গান, নাচ পরিবেশন করে।

এর আগে শুক্রবার সকাল নয়টায় সিনেট ভবনের সামনে শিক্ষা সচিব জাতীয় পতাকা ও রাবি ভিসি বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দুদিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে রাবির সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের পুথক তিনটি গ্যারালিতে নয়টি সেশনে মোট ৩৬টি গবেষনা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

ইউনাটেড নিউজ২ ৪ ডট কম/আব্দুল খালেক রিয়াদ/রাজশাহী বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here