তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ঈসমাইল হোসেন সিরাজী ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম। সে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
শনিবার সকালে সাইফুল ইসলাম যথারীতি ঈসমাইল হোসেন সিরাজী ভবনে ক্লাস করতে আসলে লোক প্রশাসনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মুন্নার নেতৃত্বে আসিফ (গ্রন্থাগার বিজ্ঞান ১ম বর্ষ) তুষার (ফার্সি ২য় বর্ষ) ও মামুন (ফার্সি ২য় বর্ষ)সহ ছাত্রলীগের ৮/১০ কর্মী তাকে পিটিয়ে জখম করে। ঘটনাস্থল থেকে সাইফুলের সহপাঠীরা তাকে উদ্ধার করে। পরে ইতিহাস বিভাগের অধ্যাপক মাহমুদা খাতুন ছাত্রলীগ কর্মীদের শান্ত করলে সাইফুলকে হুমকি দিয়ে তারা সেখান থেকে চলে যায়।
আহত সাইফুল বলেন, গত ২ ফেব্রুয়ারি রাবি শহীদ মিনারের দেওয়ালের পাশে এক ছাত্রী মন খারাপ করে বসে থাকলে আমি এবং আমার কয়েকজন বন্ধু তাকে হলে চলে যেতে বলি। মেয়েটি তাকে ছাত্রলীগকর্মী মুন্নার স্ত্রী বলে পরিচয় দিলে আমরা সেখান থেকে চলে যাই।
ছাত্রলীগকর্মী মুন্না বলেন, ঐদিন আমার স্ত্রী শহীদ মিনারে বসে থাকলে সাইফুল এবং তার কয়েকজন বন্ধু তাকে ইভটিজিং করে। সে আমার হলের (শেরে-বাংলা ফজলুল হক হল) সামনে আসলে তারা তার পিছু নেয়। পরে আমাকে ফোন দিতে চাইলে তারা তাকে “কত দেখলাম” বলে চলে যায়।
এ ঘটনায় রাবি সহকারী প্রক্টর শায়খুল ইসলাম মামুন জিয়াদ তাদের দুজনের মাঝে সমঝোতা করে দেয়া হবে বলে জানান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রিয়াদ/রাবি