স্টাফ রিপোর্টার :: জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন রাবাব ফাতিমা। মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হবেন তিনি। রাবাব ফাতিমা জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা রাবাব ফাতিমা এর আগে নিউইয়র্ক, জেনেভা, কলকাতা ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন।

পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা লিয়েনে দুটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। ২০০৬-০৭ মেয়াদে লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে মানবাধিকারবিষয়ক প্রধান ছিলেন তিনি। এরপর ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমে (ঢাকা ও ব্যাংককে) কাজ করেছেন তিনি।

রাবাব ফাতিমা যুক্তরাষ্ট্রের টুফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল’ অ্যান্ড ডিপ্লোমেসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তার স্বামী কাজী ইমতিয়াজ হোসেনও কূটনীতিক। তিনি বর্তমানে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here