এক শতক ও পাঁচ অর্ধশতকে ভারতের বিপক্ষে মুম্বইতে রানের পাহাড় গড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৯ উইকটে ৫৭৫ রান। ফিদেল এডওয়ার্ডস ৭ ও দেবেন্দ্র বিশু ২ রানে অপরাজিত রয়েছেন। এরআগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার আদ্রিয়ান বারাথ (৬২) ও ব্রাথওয়েট (৬৮)। উদ্বোধনী জুটিতে তারা ১৩৭ রান যোগ করেন। এরপর কার্ক এডওয়ার্ডস, ড্যারেন ব্রাভো, কাইরন পাওয়েল ও মারলন স্যামুয়েলসরাও ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। কিংবদন্তি ‘ব্রায়ান লারার প্রতিচ্ছবি’ ড্যারেন ব্রাভো খেলেছেন ১৬৬ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। বাকি তিন ব্যাটসম্যানও তুলে নিয়েছেন অর্ধশত। এতে টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো প্রথম ছয় ব্যাটসম্যান অর্ধশত রানের কীর্তি গড়লেন। ভারতের পক্ষে অশ্বিন ৪টি ও পেসার অ্যারন ৩ উইকেট নিয়েছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here