ডেস্ক রিপোর্ট::  রাত বারোটার পর শুভশ্রীর জন্য অপেক্ষা করছিল স্পেশাল কিছু—অতটা নিজেও আঁচ করতে পারেননি ওপার বাংলার এ অভিনেত্রী। শনিবার রাত বারোটা বাজতেই ভালোবাসা-শুভেচ্ছায় ভাসলেন নায়িকা। কারণ সেদিন ছিল অভিনেত্রীর জন্মদিন।

এদিকে রাজ-শুভশ্রীর ঘরে আরও এক নতুন অতিথি আসছে, চলতি বছরেই স্বামী-স্ত্রী একসঙ্গে এ ঘোষণা করেছিলেন। তারপর থেকেই মুখিয়ে ভক্তরা, কবে আসবে সেই ‘শুভদিন’। নতুন মানুষের জন্য অপেক্ষার মধ্যেই জন্মদিনে কাছের মানুষরা ভালোবাসা-শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রীকে।

পরিবার-পরিজন থেকে শুরু করে কাছের মানুষদের শুভেচ্ছা বন্যা বয়ে গেছে বলা চলে। অভিনেত্রীকে রাত ১২টার পরই সামাজিক মাধ্যমে তার ননদের কন্যারা বিভিন্ন মেসেজ করে ভালোবাসা জানিয়েছেন। লিখেছেন ‘মামি কা বার্থ ডে।’ এছাড়াও অভিনেত্রী প্রতিদিন যাদের সঙ্গে কাজ করেন, তারাও শুভেচ্ছা জানান।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন বিউটিফুল। এই বছরটা তোমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক। অফস্ক্রিন ও অনস্ক্রিন সব সাফল্য আসুক তোমার জীবনে।’

সব শুভেচ্ছাই সুন্দরভাবে ভক্তদের জন্য সামাজিক মাধ্যমে তুলে ধরেন এ অভিনেত্রী।

কয়েক দিন আগে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, জীবনের ছোটখাটো মুহূর্তগুলো ধীরে ধীরে সফল হচ্ছে। জীবনে একজন ভালোবাসার মানুষ যেমন চেয়েছিলেন তিনি। রাজের মতো এমন কেয়ারিং স্বামী পাওয়ায় সেই স্বপ্নপূরণ হয়েছে। আবার দুই সন্তানের মা হতে চলেছেন। এও ছিল তার জীবনের স্বপ্ন। তাই প্রতিটা মুহূর্ত আনন্দে উপভোগ করছেন অভিনেত্রী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here