সরকারের মন্ত্রিসভা সম্প্রসারিত হচ্ছে। নতুন মন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, তোফায়েল আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের।
এছাড়া বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ পূর্ণ মন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে।
সোমবার রাত আটটায় বঙ্গভবনে তাদের শপথ পড়ানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্যা জানা গেছে।
তবে নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। তবে মন্ত্রিসভায় নতুন মুখ যোগ হলেও বাদ পড়ছেন না বর্তমান মন্ত্রিসভার কেউই।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার