স্টাফ রিপোর্টার :: রাতভর ব্যালট পাহারা দেয়ার দিন শেষ। নির্বাচন কমিশনকে আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিক যেতে হবে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

রোববার সকালে নির্বাচন কমিশন ইন্সটিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷

সিইসি বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ করবে না নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে। ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে।

তিনি বলেন, এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার কথা ভাবছে কমিশন।তিনি আরও বলেন, ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে। এসময় তিনি জনগণের চাওয়া বুঝে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন ইসি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here