ডেস্ক রিপোর্ট:: বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাহারায় দেখা যায় দুই নেতাকে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে এমন চিত্র দেখা যায়।
রাতভর আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় পাহারা দিলেন দুই নেতা
সরেজমিনে কার্যালয়ের সামনে সকাল ৯টা পর্যন্ত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে অবস্থান করতে দেখা যায়। তাদের সঙ্গে চার থেকে পাঁচ জন কর্মীকে বসে থাকতে দেখা যায়।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির পঞ্চম দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ (বৃহস্পতিবার)। গতকাল সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। যা চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।
দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা অন্য বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করছে।