আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মরদেহ ঢাকায় পৌঁছেছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে বিমানের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ আসে। বিমানে রাজ্জাকের কফিন নিয়ে আসেন স্ত্রী ফরিদা রাজ্জাক, দুই ছেলেসহ পরিবারের সদস্যরা।

বিমানবন্দরে আগে থেকে অপেক্ষমান আওয়ামী লীগ নেতা-কর্মীরা রাজ্জাকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, সংসদ উপনেতা সৈয়েদা সাজেদা চৌধুরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রমুখ।

বিমানবন্দর থেকে রাজ্জাকের মরদেহ তার গুলশানের বাড়িতে নেওয়া হবে। পরে তা সংসদ ভবনে নেওয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের নেতারা।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজার পর দ্বিতীয় জানাজা হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এরপর রাজ্জাকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর পর মরদেহ হিমঘরে রাখা হবে।

সোমবার রাজ্জাকের কফিন নেওয়া হবে তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডায়। এরপর ঢাকায় ফিরিয়ে এনে বিকালে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন কিডনি ও লিভারজনিত জটিল রোগে ভুগতে থাকা আব্দুর রাজ্জাককে বৃহস্পতিবার থেকে লন্ডনের ব্রুকলিন হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। শুক্রবার লন্ডন সময় বেলা ৩টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here