আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক আব্দুর রাজ্জাক এমপি’র মরদেহ আগামীকাল রোববার দেশে আনা হবে।

এদিকে, সাবেক পানিসম্পদমন্ত্রী রাজ্জাকের প্রথম দফা নামাযে জানাজা শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় লন্ডনের ব্রুকলিন মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার বড় ছেলে ফাহিম রাজ্জাক।

ফাহিম রাজ্জাক আরো জানান, তার বাবার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করতে পরিবারের সম্মতি নিয়ে দায়িত্বরত চিকিৎসকেরা কৃত্রিম লাইফ সাপোর্ট খুলে ফেলেন।

এদিকে, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাকের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রবীণ এই নেতার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। তারা আব্দুর রাজ্জাকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া, স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ, মন্ত্রিপরিষদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক  ও সমবেদনা জানিয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন কিডনি ও লিভারজনিত জটিল রোগে ভুগতে থাকা আব্দুর রাজ্জাককে বৃহস্পতিবার থেকে লন্ডনের ব্রুকলিন হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। শুক্রবার লন্ডন সময় বেলা ৩টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুর রাজ্জাক ১৯৪২ সালে ১ আগস্ট শরীয়তপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here