মেহেদী হাসান রাজশাহী থেকে
রাজশাহীর পুঠিয়ায় আউর বোঝাই ইঞ্জিন চালিত ভুটভূটি উল্টে শালা-দুলাভাই ২ নিহত হয়েছে। জানাগেছে, রোববার ৭টায় উপজেলার সদর রাস্তায় একটি আউর বোঝাই ইঞ্জিন চালিত ভুটভূটি গন্ডগোহালী গ্রামে যাওয়ার পথে কাউন্সিল বাজারে ভাঙ্গা রাস্তায় উল্টে যায় এ সময় শালা-দুলাভাই দুই পথচারী উপজেলার গন্ডোগোহালি গ্রামের মৃতঃ আব্দুল আজিজের পুত্র আবুবক্কর সিদ্দিক মধূ (৩৩) ও কাাঁঠালবাড়ীয়া গ্রামের মৃতঃ রহমত আলীর পুত্র দুলাল (৪৫) চাপা পড়ে পুকুরে পড়ে যায়।
তারপর প্রায় ১ ঘন্টা পরে তাদের উদ্ধার করে পুঠিয়া স্বাস’্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে জানায়।