রাজশাহীর পবা উপজেলার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ্জাকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে পাল্টাপল্টি কর্মসূচি দিয়েছে। এতে সহিংসতা এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ নিয়ে বর্তমানে সেখানে দু’দলের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা দেখা দিয়েছে। ইতিমধ্যে বিদ্যালয়ে পুলিশ অবস্থান নিয়েছে। পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এর আশপাশের ৫শ’ গজের মধ্যে অবস্থিত এলাকায় ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়। এতে জানানো হয়, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১৪৪ ধারা বহাল থাকবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মেহেদী/রাজশাহী