রাজশাহীর চারঘাটে বুধবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মোবাইল হারানোর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়েছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। চারঘাট পল্লী বিদ্যুৎ মোড়ে রাজশাহী থেকে বাঘাগামী একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চলাকালে রাজশাহী-বাঘা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার সময় এক কর্মীর মোবাইল হারিয়ে যাওয়ার জের ধরে দুপুর ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। ছাত্রলীগের এক পক্ষ দাবি করেছে, সংঘর্ষে তাদের ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মেহেদী/রাজশাহী