রাজশাহীতে ভারত থেকে আসা ৯টি কঙ্কালসহ ৫জনকে আটক করেছে র্যাব। শনিবার রাত ৮টার দিকে নগরীর পুলিশ লাইন এলাকা থেকে এসব কঙ্কাল উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়। আটককৃতরা হলো- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডোম জয়নাদ, বিপন, বিপনের ভাই তপন, অটো রিক্সাচালক রাজন ও চর মাঝারদিয়াড় এলাকার লালচাঁদ।
র্যাব জানায়, একটি চক্র ভারত থেকে কঙ্কাল নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সন্ধ্যার পর পুলিশ লাইন এলাকায় অবস্থান নেয়। রাত ৮ টার দিকে তারা পদ্মা নদী পার হয়ে অটো রিক্সাযোগে যাবার সময় কঙ্কালসহ পাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আকবর হোসেন/রাজশাহী