রাজশাহী: ১৮ দলীয় জোটের ডাকা টানা ৩দিনের হরতালের সমর্থনে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জোটের নেতা-কর্মীরা।
আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলটি মহানগরীর মনিচত্ত্বর এলাকায় রাজশাহী কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে রাজারহাতা, সোনাদীঘির মোড়সহ বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন, বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও নগর বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিনু। মিছিল শুরুর পূর্বে রাজশাহী কলেজ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী এমাজ উদ্দিন মন্ডলসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী দলকে বাদ দিয়ে একদলীয় ভাবে নির্বাচন করার চেষ্টা করছে। দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা ও হামলায় জড়িয়ে এ অন্দোলন থামানো যাবেনা। বিরোধী দলকে বাদ দিয়ে কোনভাবেই নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া যাবেনা।
এস.এইচ.এম তরিকুল ইসলাম/