রাজশাহীর বাগমারা উপজেলার বালিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেন মাস্টার হত্যা মামলার রায়ে সাত জেএমবি ক্যাডারের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডও দেয়া হয়েছে। এছাড়া মামলায় মাহাবুর রহমান নামের এক আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে তিন জনকে।

বুধবার দুপুর আড়াইটায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এ সময় মামলার ১১ আসামি আদালতের কাঠগড়ায় উপসি’ত ছিল।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে- জেএমবি ক্যাডার শামসুল ও তার ভাই আনছার আলী, শামসুলের ছেলে জেএমবির ক্যাডার মামনুর, আনছারের ছেলে জেএমবি ক্যাডার টুটন, শামসুলের ভাই আশরাফুল, আমজাদ ও শামসুলের ফুফাতো ভাই রাজ্জাক।

২০০৯ সালের ১৫ মে দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে প্রায় আড়াইশ গজ দূরে নৃশংসভাবে খুন হন আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেন মাস্টার।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আকবর হোসেন/রাজশাহী

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here