রাজশাহীতে জায়ামাত-বিএনপির মিছিল চলাকালে রাজশাহী সাহেববাজার এলাকা রণক্ষেত্রে পরণিত। এতে বিএনপি,জায়ামাত,-শিবীরও পুলিশ সংর্ঘষে ১ জন নিহত, সাংবাদিক পুলিশসহ আহত ১৫জন, গূলি বিদ্ধ ২  গ্রেফতার ১০০ জন।

সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ভূবোমোহন পার্ক থেকে সারা দেশের অন্যান  বিভাগের মত মিছিল শুরু করে এবং তাতে অংশ নেয় জায়ামাত-শিবীর এতে পুলিশ বাধা দিলে শুরু হয় সংর্ঘষ। এক পর্য়ায়ে পুলিশ মিছিল লক্ষ করে গুলি ছুড়তে থাকে। ঘনাস্থলে নিহত হয় রিন্টু (২৬) নামে এক শির্বীর কর্মী । অন্য দিকে পুলিশের পিটুনিতে আহত হয় অনেকেই। আহতরা বোয়রিয় থানার ওসি শাহরিয়ার ডিবির ওসি তোফাজ্জল হোসেন কনেস্টেবল মিজানুর রহমান,সাজাদুর রহমান। -শিবীরে কর্মীদের আঘাতে আহত হয় ইসলামিক টিভির ক্যামেরা ম্যান মোঃ রুবেল হোসেন ও ঘটনার ছবি নিতে গেলে তার ক্যামেরা ভেঙ্গে দায়। তারা। বিএনপি,জায়ামাত,-শিবীরও পুলিশ সংর্ঘষে ১ জন নিহত, সাংবাদিক পুলিশসহ আহত ১৫জন, গূলি বিদ্ধ ২  গ্রেফতার ১০০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে শতাধিক টিয়ার নিক্ষেপ করেছে পুলিশ। তবে এখন  নিয়ন্ত্রনে নিতে পারেনি। বাজার এলাকা রণক্ষেত্রে পরিনত। এদিকে বিএনপির  যুগ মহা সচিব মিজানুর রহমান মিনুর নেতৃতে ভুবোনমোহন পার্ক থেকে আবার শুরু করছে মিছিল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ আকবর হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here