রাজশাহী: সোমবার থেকে শুরু হওয়ায় টানা ৬০ঘণ্টা হরতালের সমর্থনে রাজশাহী মহানগরীতে সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর মহিলা কলেজের সামনের সড়ক অবরোধ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে হরতালের সমর্থনে নগরীর কাদিরগঞ্জ এলাকায় মিছিল বের করে।
পরে তারা সরকারি মহিলা কলেজের সামনে গিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরতাল সমর্থকদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় নগরীর ব্যসত্মতম ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ওই এলাকার দোকান-পাট। এছাড়াও সন্ধ্যার পর নগরীর বিভিন্ন ওয়ার্ডে হরতালের সমর্থনে মিছিল করেছে ১৮ দল।
এ বিষয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, হরতালের সমর্থনে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। নিরাপত্তার সার্থে নগরীতে পুলিশ, র্যাবের টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
এস.এইচ.এম তরিকুল ইসলাম/