রাজশাহীতে বিএনপির ডাকে শান্তিপূর্ণ ভাবে অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে ।  এবং তা সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এই হরতাল  চলে । সকালে  হরতালের সময় স্টেশন থেকে ট্রেন ছেড়ে গেছে । দুর পাল্লার কোন বাস চলাচল করেনি । নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স’ানে    অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। সোমবার বিকেলে রাজশাহী মহানগরীতে   পুলিশ ও জামায়াত শিবিরের সংঘর্ষ চলাকালে  গুলিতে শফিকুল ইসলাম রেন্টু নামের এক শিবির কর্মী নিহত হয়। এসময় পুলিশ বিএনপি ও জামায়াতের প্রায় শতাধিক নেতাকর্মীকে আটক করে।
সকাল ১১টার সময় রাজপাড়া থানায় গিয়ে গ্রেফতারকৃত ২০/২৫ জনের সাথে কথা বলে জানাযায়, তারা রাজনীতির ষথিে সম্পৃক্ত নয়। তারা আরো বলে তারা গত সোমবার লোকনাথ মার্কেট এলাকার অ্যামবিশন বিসিএস কোচিং সেন্টারে কোচিং  করা অবস’ায় ছাত্র-শিক্ষকর গ্রেফতার করেছে পুলিশ। তাদের এখন ছাড়া হয়নি।

অন্যদিকে বোয়লিয়া থানার  এস আই হাফিজুর রহমান বাদি হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা প্রায় ৮০০/৯০০ জনকে আসামী করে মামলা করেছে । এর প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিনু মহানগর বিএনপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অর্ধ দিবস হরতালের ডাক দেন ।
এদিকে নিহতের লাশ ময়নাতদনে- শেষে পুলিশি হেফাজতে তার বাড়িতে পৌছে দেওয়া হয়।

মো: আকবর হোসেন, রাজশাহী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here