ডেস্ক রিপোর্ট::  রাজবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের টিম অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বালিয়াকান্দি উপজেলা ও কালুখালী উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহণে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঙ্কন পাল অভিযান চালান। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আধীন দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কালুখালী উপজেলার রতনদিয়া বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঙ্কন পাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, কালুখালী উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোছা. শামসুন্নাহার, এএসআই মো. আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here