আ হ ম ফয়সল, ঢাকা  

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন রাজপথ দখল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দূর্নীতির মাধ্যমে যারা বিদেশে অর্থ পাচার করেছে তারা নৈতীক ভাবে রাজনীতি করার অধিকার রাখে না। ন্যায় বিচারের জন্য চিকিৎসার নামে কোন যুদ্ধাপরাধীকে হাসপাতালে জামাই-আদরে দেখতে চাই না।

৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লউঞ্জে মানবাধিকার ও পর্যটন বিষয়ক ‘মাসিক মানবাধিকার খবর’ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনীতিবিদরা যদি শান্তি দেয় তাহলে দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে। রাজনীতি  হতে হবে গণকল্যান কর। দেশে রাষ্ট্রিয় নির্যাতনের দ্বায়-দ্বায়িত্ব কেউ মেনে নিবে না। সুশাষনের জন্য দ্বায়বদ্ধতা প্রতিষ্ঠিত করতে জবাবদীহিতা নিশ্চিত করতে হবে।
ড. মিজান বলেন, আমাদের দেশে শিক্ষিত মানুষ কর্তৃক নির্যাতনের ঘটনা ঘটছে, যা বিশ্বে বিরল। দেশে দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা থাকলেও তা পায় না। আমরা মানবাধিকারকে বিস্তৃত করার কাজ করছি।

মানবাধিকার খবরের সম্পাদক মন্ডলীর সভাপতি মোবাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন, হিউম্যান রাইটস এন্ড রিভিউ সোসাইটির উপদেষ্ঠা মো: কামাল উদ্দিন,  মানবাধিকার খবরের সম্পাদক মো: রিয়াজ উদ্দিন প্রমূখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here