রাজনৈতিক দলের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কঠিন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিমএম শামসুল হুদা।
মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আমেরিকান চেম্বারের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শামছুল হুদা বলেন, ‘প্রবাসী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কমিশন কর্মকর্তাসহ দেশের এক কোটি মানুষ যেখানে ভোট দিতে পারে না, যেখানে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার প্রতিযোগিতার চলে প্রশাসনকে ব্যবহার করা হয় রাজনৈতিকভাবে, সেখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান অসম্ভব।’
সিইসি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে না। তারা নির্বচনী আইন ভাঙ্গা, ভোট দানে বাধা দেয়া, কালো টাকার ব্যবহার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠার করতে চায়।
প্রশাসনের রাজনৈতিক প্রভাব ও কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা এবং রাজনীতিবিদদের দ্বৈত আচরণের কঠোর সমালোচনা করেন শামসুল হুদা।
জাতীয় নির্বাচনে বিভাগ অনুসারে আলাদা ভোট নেয়ার তারিখ নির্ধারণ এবং নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকা প্রায় এক কোটি লোকের ভোটাধিকার নিশ্চিত করার পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার।
তত্ত্ববধায়ক সরকার না রাজনেতিক সরকার কার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে এমন প্রশ্নের জবাবে সরাসরি রাজনৈতিক দলের বিরোধীতা করেন তিনি।
বর্তমান কমিশনের সততা নিরপেক্ষতার কথা তুলে ধরে শামসুল হুদা বলেন, সবার ওপরে গণতন্ত্রকে স্থান দিয়ে ও অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করতে হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা