রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। বলেছেন, অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অদক্ষ বাহিনী আতঙ্কের দেশে পরিণত করেছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সারা দেশে গুপ্ত হত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাস এবং বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বানচালকারীদের বিচারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে জিয়া নাগরিক ফোরাম।

হান্নান শাহ বলেন, সারা দেশে গুম-হত্যা চলছে, দেশকে আতঙ্কের রাজ্যে পরিণত করা হয়েছে। কিন্তু বিরোধী দল কথা বলতে গেলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আন্দোলন প্রতিহত করা হচ্ছে।

এজন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘একজন অযোগ্য মন্ত্রীর হাতে পড়ে রাষ্ট্রীয় বাহিনী অদক্ষ হয়ে পড়েছে। তারা দেশবাসীকে আতঙ্কের রাজ্য উপহার দিয়েছে। তাদের এখন একটাই কাজ- রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা।’

হান্নান শাহ আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আইনের মধ্যে থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করুন, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কোনো কাজ করবেন না। এর পরিণতি ভালো হবে না।’

সরকার সারা দেশে গুপ্ত হত্যা, গুমের রাজনীতি শুরু করেছে অভিযোগ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, কোনো অত্যাচারী শাসকের শেষ রক্ষা হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে এই সরকারের কর্তা ব্যক্তিদেরও বিচারের মুখোমুখি করা হবে।

জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here