রাজধানীর খিলগাঁও থানাধীন পূর্ব গোড়ান এলাকায় পারিবারিক কলহের জের ধরে এক পাষণ্ড পিতা তার ছেলে ও মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। খিলগাঁও থানার এসআই (উপ-পরিদর্শক) ফারুক হোসেন মঙ্গলবার রাতে নিহতদের লাশ উদ্ধার করার পর এ তথ্য জানান।
পুলিশের এসআই ফারুক জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পূর্ব গোড়ানের ৮ নম্বর রোডের ১৩০ নম্বর বাড়ির পাশে একটি চায়ের দোকানের ভিতর থেকে ২ শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- আজিজুল হাকিম বিজয় (৮) ও তার সহোদর ছোট বোন সাদিয়া আক্তার (৪)। পঁচন ধরা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহতদের গলায় কালো দাগ এবং শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন পাওয়া গেছে। লাশ দু’টি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতদের পিতা শফিকুল ইসলাম মিজি স্ত্রী বিনা বেগমের সাথে দাম্পত্য কলহের কারণে এ ঘটনাটি ঘটতে পারে বলে প্রথমিকভাবে ধারণা করছে পুলিশ। শফিকুল ইসলাম মিজি বর্তমানে পলাতক।
নিহতদের নানা আলী কাজী জানান, গত ১ মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ও বিবাদ চলছিল। সে কারণেই গত বৃহস্পতিবার থেকে নিহত দুই ভাই-বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সেই সঙ্গে তাদের পিতাও নিখোঁজ রয়েছে।
অনেক খোঁজাখুজির পর না পেয়ে নিহতদের চাচা মাসুদ স্বপন খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
এদিকে মঙ্গলবার বিকেল ৪টার সময় চায়ের দোকানের আশে পাশের লোকজন দূর্গন্ধ পেলে তারা থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ রাত ৮টার দিকে দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে শিশু দু’টির লাশ উদ্ধার করে। তাদের লাশ উদ্ধার করে রাত ১১টার দিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শিশুদের মা বিনা বেগম সন্তান হারানোর শোকে পাগল প্রায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার