ডেস্ক রিপোর্ট::  সম্প্রতি বিরোধী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও নাশকতার ঘটনায় রাজধানীসহ সারা দেশে ৪০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৫ নভেম্বর) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারী কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলা ও আক্রমণ চালায়।

এছাড়া, গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আক্রমণ ও ভাঙচুর করা হয়। হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষসহ বহু হতাহতের ঘটনা ঘটে।

পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানী মহল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতার ঘটনা ঘটায়।

এরই ধারাবাহিকতায়, আজ (রোববার) দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিএনপির ভাইস প্রেসিডেন্ট, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, কক্সবাজারের চকরিয়া উপজেলা শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যশোরের কোতয়ালী এলাকা থেকে ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল মোল্লা, যুবদলের সহ-সভাপতি জসিম, রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি লালন হোসেন, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিব আলী ও সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা হতে যুবদলের সভাপতি শামসুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব।

এছাড়া, রাজধানীর বাড্ডা এলাকা থেকে একজন, কামরাঙ্গীরচর এলাকা থেকে একজন, রাজশাহীর শিবগঞ্জ এলাকা থেকে তিনজন, ভোলার ব্যাংকের হাট এলাকা থেকে একজন, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে চারজন ও ময়মনসিংহের মুক্তাগাছা থেকে একজনসহ বিভিন্ন মামলায় মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here