ডেস্ক রিপোর্ট:: রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় ট্রাকের ধাক্কায় রিপন (৩৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (৩ এপ্রিল) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
রিপনকে হাসপাতালে নিয়ে আসা সবুজবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) সবুজার বলেন, ভোরের দিকে তিনি বাইসাইকেল চালিয়ে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। তিনি কমলাপুর আইসিডিতে গাড়ি ধোলাইয়ের কাজ করতো। যাওয়ার সময় বাসাবো মসজিদগলি এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় রিপন গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এখনো ওই ট্রাকটিকে শনাক্ত করতে পারিনি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।