র্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে রাজধানীর তাঁতিবাজার এলাকায় আসিফ আহম্মেদ সজীব নামে এক যুবক নিহত হয়েছেন। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আজিজুল ইসলাম র্যাবের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ৬৯ নম্বর তাঁতিবাজারের একটি গলিতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
এসআই আজিজুল বলেন, চাঁদাবাজির লক্ষ্যে কয়েকজন সন্ত্রাসী তাঁতিবাজারে জড়ো হচ্ছে- এমন খবরে র্যাব-১০ এর একটি দল ওই এলাকায় যায়। সেখানে বিকি জুয়েলার্সের সামনে কয়েকজন যুবককে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে সজীবের মৃত্যু হয়।
সজীবের হাতে র্যাব একটি পিস্তল পায় বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছে র্যাব, যাতে সজীবের বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা থাকার কথা বলা হয়েছে। কোতয়ালী থানায় সজীবের বিরুদ্ধে কয়টি মামলা আছে জানতে চাইলে এসআই আজিজুল বলেন, আমরা মামলার নম্বর পেলে যাচাই-বাছাইয়ের পর বলতে পারবো তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে। তিনি জানান, সজীবের বাসা কোতয়ালী থানার ৫/১ সৈয়দ হাসান আলী লেনে। বাবার নাম মফু মিয়া।