ডেস্ক রির্পোট :: পুলিশ পরিচয়ে চলতো ছিনতাই, দোকানপাটে ডাকাতি। এমনই এক ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইকৃত গাড়ি, বেশ কিছু মোবাইল ও তালা কাটার মেশিন উদ্ধার করা হয়েছে।

গাজীপুরের গাছা এলাকায় পুলিশ পরিচয়ে একসঙ্গে ২৫টি দোকানে গণলুট করা এই ডাকাতদের গ্রেফতার করেছে ডিবি। পুলিশ জানায়, এদের একদল ফেরীওয়ালা সেজে বিভিন্ন এলাকা রেকি করে সুবিধামতো গাড়ি ছিনতাই করে। এরপর সেই গাড়ি নিয়ে হানা দেয় ঢাকার আশেপাশের বাজারে চালায় গণলুট। এসময় তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেয়।

ভুক্তভোগী এক ব্যবসায়ী বলেন, ‘আমাদের এলাকায় মোট ২৫টি দোকান ছিনতাই হয়েছে। তারা রাত ২টার দিকে ঢোকে। তারা নিজেদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়।’

রাজধানীর ধানমন্ডি থানার ছিনতাইয়ের এক মামলায় শনিবার (০৯ জানুয়ারি) রাতে আন্তঃজেলা এই ডাকাত দলের চার সদস্যকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ছিনতাই করা গাড়ি, বেশ কিছু মোবাইল, গ্রিল কাটার মেশিনসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনের এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘ছিনতাইকৃত গাড়ি দিয়ে ঢাকার আশপাশের যে এলাকাগুলোর দোকানপাটে গণলুট করে। গাড়ি ছিনতাই করে কয়েকটি ঘটনা ঘটিয়ে সেই গাড়ি ফেলে তারা চলে যায়। সেই গাড়ি নিয়ে যাতে ভবিষ্যতে ধরা না পড়ে।’

গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা আছে জানিয়ে পুলিশ বলছে, দলের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here