রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে পুলিশের খোয়া যাওয়া পিস্তলটি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা একটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে গুলিভর্তি অবস্থায় পিস্তলটি পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানায়, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একটি ফোন নম্বর থেকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেমকে পিস্তলটির কথা জানান। এরপর তিনি সেখানে গিয়ে দেখেন একটি জুতার বাক্সের মধ্যে গুলিভর্তি অবস্থায় অস্ত্রটি রাখা আছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দৈনিক বাংলা মোড় থেকে ছাত্রশিবির কর্মীরা পুলিশের টহল পরিদর্শক আবুল বাশারকে মারধর করে অস্ত্রটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here