রাঙ্গামাটি প্রতিনিধি ::

মহান বিজয় দিবস উপলক্ষে জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বীর শ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 

সোমবার সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন জেলা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। পরে তিনি রাঙ্গামাটি সেক্টরের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূইয়া, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের দেহ সমাহিত করা ও সনাক্তকারী দয়াল কৃষ্ণ চাকমা, বীরেশ্রষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় বিউগলের করুন সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি সেক্টর কমান্ডার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here