রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ কল্যাণপুরস্থ ভাড়া বাসা থেকে গলায় ফাসঁ লাগানো অবস্থায় তার উদ্ধার করে।

নিহতের নাম শিমুল চাকমা (২৩)।

সে রাঙামাটি কলেজে ডিগ্রী’র দ্বিতীয় বর্ষের ছাত্র। নিহতের বাড়ি বাঘাইছড়ি উপজেলার সিজকমুখ বলে জানা গেছে। এলাকাবাসি জানায়, গত একবছর যাবত সিজকমুখ থেকে শিমুল চাকমা ও তার ছোটবোন রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে আসছিল। তারা দু’জনই শহরে থেকে পড়ালেখা করছিল। বৃহস্পতিবার সকালে নিহতের ছোট বোন ঘরের দরজা খোলা দেখে ভিতরে ঢুকে তারবড় ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশিরা এসে পুলিশে খবর দেয়। পরে রাঙামাটি কোতয়ালি থানা থেকে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ ও এলাকাবাসি জানায় নিহত শিমুল চাকমা গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকলেও তার পা ঘরের মেঝেতে লাগানো ছিল এবং যে জায়গায় ফাসঁ লাগানো অবস্থায় পাওয়া যায় তার আশেপাশে যথেষ্ট পরিমানে উম্মুক্ত জায়গাও ছিলনা।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরী জানান, প্রাথমিকভাবে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট পেলে তারপর বিস্তারিত বলা যাবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মানিক/রাঙ্গামাটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here