আলমগীর মানিক, রাঙামাটি
রাঙামাটির বিলাইছড়ির হরিণাছড়িতে একজনকে কুপিয়ে হত্যা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শাহ আলম (৪৫)। শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। নিহত শাহ আলমের গ্রামের বাড়ি বিলাইছড়ির কেংড়াছড়ি এলাকায় বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, শুক্রবার সকালে এলাকাবাসির মারফত খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল ঘটনাস’লে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে তারা জানায়। লাশের অবস’া দেখে শুক্রবার ভোরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে উদ্ধার করতে যাওয়া নিরাপত্তা বাহিনীর দলটি। এলাকাবাসি জানায়, নিহত শাহ আলমের বাড়ি কেংড়াছড়ি এলাকায়। সে অত্র এলাকার পুর্নবাসিত বাঙ্গালি। সে দীর্ঘদিন যাবৎ কাপ্তাই থানাধীন হরিণাছড়ার সংরক্ষিত বনাঞ্চলের কুতুবদিয়া বিটে অস’ায়ী ভিত্তিতে পাহারাদারের চাকুরিতে নিয়োজিত ছিলো।
বিলাইছড়ি উপজেলার চেয়ারম্যান জয়সেন তংঞ্চগ্যার কাছে জানতে চাইলে তিনি বলেন হরিণাছড়া এলাকাটি কাপ্তাই থানা অনর্-গত বিধায় আমি ঘটনাস’লে যাইনি। তবে আমি শুনেছি একজন বাঙালির লাশ পাওয়া গেছে।