রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনীর সদস্যরা জুরাছড়ি সদর থেকে দুটি পিস্তল, দুটি এলজি এবং ২৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। থানার ওসি মোঃ রফিক জানান সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করেছে তা সঠিক তবে এগুলো এখনো তাদের কাছে রয়ে গেছে।
জুরাছড়ির বন্দুকছড়া আর্মি ক্যাম্পের লেঃ কঃ নাজিম উদ্দিন জানান, গত সোমবার রাত দুই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অস্ত্র উদ্ধার করা গেলেও কোন সন্ত্রাসীকে আটক করা যায়নি বলে তিনি জানান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মানিক/রাঙ্গামাটি