রাঙামাটির কাপ্তাই উপজেলায় পলিটেকনিকেল ছাত্রদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ জন ছাত্র আহত এবং ১ জন গুলিবিদ্ধ হয়েছে বলে দাবী করেছে শিক্ষার্থীরা। এই সময় পুলিশের গুলিতে ইন্সটিটিউট এর কনস্ট্রটাকশন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রায়হান মারাত্মক আহত হয়। তাকে প্রথমে চন্দ্রঘোণা মিশন হাসপাতালে নেয়া হলেও অবস্থা আশংকাজনক হয়ে উঠায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রঘোণা মিশন হাসপাতালের চিকিৎসক ডাঃ বিজয় মার্মা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,সোমবার বিকেলে কাপ্তাই উপজেলার নতুন বাজারে মোবাইল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান। এই সময় একটি সুইডিশ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর দুইজন ছাত্রকে মোটর বাইক নিয়ে যাওয়ার সময় জরিমানা করতে চাইলে তারা এর প্রতিবাদ জানান। তখন নতুন বাজারের ব্যবসায়ীরা ইউএনও এর পক্ষ নিলে সুইডিশ এর ছাত্ররা খবর পেয়ে এসে তাদের সহপাঠীদের পক্ষে অবস্থান নেয়। এই সময় তর্কাতর্কির এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা ছাত্রদের উপর হামলা চালায় । এতে পলিটেকনিক্যাল ইন্সটি্িটউট এর ছাত্র বাধন,তানভীর,রিয়াজ,রাশেদ,সাইমন,ইদ্রিছ,সজীব,মনির,নাজমুল,আসিফ সহ আরো কয়েকজন ছাত্র আহত হয়।
এই খবর পেয়ে সুইডিশ এর ছাত্ররা রাস্তায় নেমে আসে। তারা সড়ক অবরোধ করে,ব্যাপক বিক্ষোভ শুরু করে। তারা উপজেলা নির্বাহী অফিসারকেও অবরুদ্ধ করে রাখে। এই সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং ছাত্রদের উপর গুলি বর্ষন করে বলে অভিযোগ করেছে ছাত্ররা। এতে রায়হান নামে এক ছাত্র মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। তাকে প্রথমে চন্দ্রঘোণা মিশন হাসপাতালে নেয়া হলেও অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। আহত রায়হানের অবস্থা বেশ আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিজয় মার্মা। গুলিবিদ্ধ সৈয়দ কায়সার রায়হান ইন্সটিটিউট এর কন্সট্রাকশন বিভাগের দ্বিতীয় শিফটের ছাত্র। তারা গ্রামের বাড়ী চট্টগ্রামের হাটাহাজারী উপজেলার লেদামিয়াহাটে।
ইন্সটিটিউটর এর ছাত্র জাকির এবং হাসান জানিয়েছে,প্রথমে ইউএনও বিনা কারণে আমাদের দুই ছাত্রের মোটরবাইক আটক করেছে ,পরে নতুন বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় পুলিশ বিনা উস্কানীতে ছাত্রদের উপর হামলা,টিয়ারগ্যাস এবং গুলি করেছে।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন,ছাত্রদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে একটি তুচ্ছ ঘটনা নিয়ে সমস্যা হয়েছে। আহত ছাত্রকে মিশন হাসপাতালে পাঠানো হয়েছে,পরে অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রামে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোঃ ইউসুফ সিদ্দিকী ঘটনার ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। আর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জমানানকে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রনে পরে বিজিবি সদস্যরা মাঠে নামে। শেষ খবর পাওয়া পর্যন্ত সুইডিশ ছাত্ররা ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা সামনের সড়ক অবরোধ করে রেখে বিক্ষোভ করছিলো।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মানিক/রাঙ্গামাটি