রাঙামাটির বরকল উপজেলার সুভলং এলাকা থেকে অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর সুভলং ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাজমুল এর নেতৃত্বে চালানো অভিযানে জেলেপাড়া থেকে আমেরিকার তৈরি ১ টি বিদেশী পিস-ল,২ টি এলজি,৮ রাউন্ড পিস্তলের গুলি,৪ রাউন্ড এলজির গুলি সহ সুমন চাকমা, সমীরন চাকমা, লটরেন চাকমা, দয়াবন চাকমা নামের চারজনকে আটক করেছে সেনাসদস্যরা। রাত সাড়ে দশটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নিয়ে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সুভলং এর আরো বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছিলো সেনাসদস্যরা।
সেনাবাহিনীর সুভলং ক্যাম্প সূত্র জানিয়েছে, স্থানীয় জেলেদের নৌকায় করে অস্ত্র পাচারের গোপন সংবাদ ছিলো সেনাবাহিনীর কাছে। এই খবরের ভিত্তিতেই বুধবার রাতে সেনাবাহিনী জেলেপাড়ায় জেলেদের নৌকায় অভিযান চালিয়ে এইসব অস্ত্র উদ্ধার করে।
বরকল থানার উপ পরিদর্শক মোঃ ইদ্রিছ জানিয়েছেন জানিয়েছেন, আমার শুনেছি সেনাবাহিনী অভিযান চালাচ্ছে,আমরা এখনো বিস্তারিত কিছু জানিনা।
তবে রাঙামাটি কোতয়ালি থানা সূত্রে জানা গেছে রাত দশটায় কোতয়ালী থানার এসআই নাজমূলের নের্তত্বে পুলিশের একটি দল সুবলংয়ের উদ্দেশ্যে গেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মানিক/রাঙ্গামাটি