আলমগীর মানিক, রাঙামাটি
বাংলাদেশের প্রথম নির্বাচিত মহিলা সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী প্রধান অতিথি হলেন পর্যটন শহর রাঙামাটির এক জমজমাট ক্রীড়ানুষ্ঠানে। বৃহস্পতিবার রাঙামাটিতে প্রথমবারের মতো অনুষ্টিত হওয়া মেয়র গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে আইভী পুরস্কার বিতরন করেন।
প্রধান অতিথির বক্তব্যে আইভী বলেন, ব্যক্তিগত জীবনে আমরা যে রাজনৈতিক দলেরই অনুসারী হইনা কেন আমাদের সকলের লক্ষ্য হবে দেশ ও দেশের মানুষের উন্নয়ন। তিনি বলেন ক্রীড়া ও শরীর চর্চা মানুষের শরীর গঠন ও উন্নত মানষিকতা তৈরিতে অনন্য অবদান রাখে। আগামী বিশ পচিঁশ বছর পর দেশে আর রনাঙ্গণের মুক্তিযোদ্ধার দেখা নাও পাওয়া যেতে পারে উল্লেখ করে আইভী বলেন এই বীর সম্মানার্থে তাদের পৌর কর সম্পূর্ণ মওকুফ করে দেওয়া উচিত।
টূর্ণামেন্টে ফাইনালে রাঙামাটি পৌরসভার ৩নং ওয়ার্ড দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতেনেয় ৮নং ওয়াডর্ দল। রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভূট্টোর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মূছা মাতব্বর ও দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক।
রাঙামাটি পৌরসভায় প্রথমবারের মতো প্রবর্তিত মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয় গত ২৯ নভেম্বর। স’ানীয় পর্যায়ে প্রতিভা সৃষ্টির লক্ষ্যে এই টূর্ণামেন্টে পৌর এলাকার খেলোয়াড়দের দিয়েই দল বাধ্যবাধকতা করে দেওয়া হয়। লীগ পদ্ধতির এই খেলায় পৌর এলাকার নয়টি দল অংশ গ্রহন করে। টূর্ণামেন্টে সেরা গোলদাতা ও খেলোয়াড় নির্বাচিত হয় যথাক্রমে আবু তালেব ও মুন্না আসাম। সুশৃঙ্খল দল হওয়ার গৌরব অর্জন করে ১নং ওয়ার্ড ।
রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস’ার সাধারণ সম্পাদক সাবেক জাতীয় খেলোয়াড় বরুণ দেওয়ান। এসময় উপসি’ত ছিলেন জেলা ক্রীড়া সংস’ার সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল, প্রেস ক্লাব সভাপতি সুনীল কানি- দে, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসাইন সেলিমসহ পৌর কাউন্সিলরবৃন্দ।