আলমগীর মানিক, রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে পর্যটকের বাস পাহাড় থেকে নিচে পড়ে একজন নিহত ও অন-ত ২০জন আহত হয়েছে।

শুক্রবার চট্টগ্রাম হতে ৫৫জন ছাত্রের একটি পিকনিক দল রাঙামাটিতে বেড়াতে এসে এ দূর্ঘটনার শিকার হন। নিহতের নাম ইমরান, পিতার নাম আবুল কালাম (মোল্লা), সে হালিশহর ইউজিং ষ্টেট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র। দূর্ঘটনায় আহত ১৪ জনকে রাঙামাটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে নাজিম ও সাহেদ নামের দুজনকে গুরুতর অবস’ায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠনো হয়েছে। আহত নিহত সকলেই চট্টগ্রামের হালিশহর বি-ব্লকের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পিকনিক পার্টিতে থাকা মোঃ মিলন ও আব্দুল আল নোমান জানান, বিকেলে পর্যটন এলাাকায় পর্যটকদের বহনকারী বাসটি পাহাড়ের চুড়ায় পার্কিং করা অবস’ায় ছিল। ২০ থেকে ২৫ জন ছাত্র বাসে উঠার পর চালক বাসটি স্টার্ট দিতেই সামনের পাহাড়ের দিকে বাসটি চলতে শুরু করে।

চালক  বাসটি নিয়নন্ত্রন করতে ব্যর্থ হলে বাসটি পাহাড়ের নিচে পড়ে যায়। এতে ঘটনাস’লে একজন নিহত হয়। ঘটনার খবর পেয়ে স’ানীয় লোকজন, বিডিআর, পুলিশ ও দমকল বাহিনী আহতদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here