রহস্যজনক নিখোঁজ মার্মা ছাত্রীএনামুল হক কাশেমী, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ রয়েছেন ৫দিন ধরে। গত ২৭ নভেম্বর সে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ব্যারে নিখোঁজ স্কুলছাত্রীর মা ওয়াং নুং মার্মা আলীকদম থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।

পুলিশ জানায়, নিখোঁজ ছাত্রীটির খোঁজে নানাস্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

আলীকদম থানায় দায়েরকৃত ডাইরি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর রাত আটটার সময় নিখোঁজ স্কুলছাত্রী উছাইনুং মার্মা(১৪)বাড়ি থেকে বের হয়। এ সময় ছাত্রীটি মাকে পাহাড়িদের পূর্ণিমা উৎসবে যোগ দিতে পাড়ায় যাচ্ছে বলে জানায়।

রাতে বাড়ি থেকে বের হওয়ার পর মংগলবার সকাল পর্যন্ত সে নিখোঁজ রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন নং ০১৮৭৪৩১৮১২০ বন্ধ রয়েছে। সে চলতি জেএসসি পরীক্ষায় স্থানীয় একটি নিম্ন মাধ্যমিক স্কুল থেকে অংশ নিয়েছিল।

নিখোঁজ ছাত্রীর মা ওয়াং নুং মার্মা জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় ছাত্রটির গায়ে মার্মাদের ঐতিহ্যবাহী পোষাক থামি ও ব্লাউজ পরিহিত ছিল। তার উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি। গায়ে রং শ্যামলা। মুখমন্ডল গোলাকার। সে মার্মা ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।

আলীকদম থানার পুলিশ জানায়, জিডির সূত্র ধরে ছাত্রীটির খোঁজে নানাস্থানে তল্লাশি অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here