রাজধানীর রমনা থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইসহাক হত্যা মামলায় চার আসামিকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুর রহিম সরদার, কাজী বায়েজিদ, ইকরাম খান ওরফে মাসুদ ওরফে নাঈম খান ও মুরাদ হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. নাজিমুদ্দিন। তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

কারাগারে আটক আসামি আব্দুর রহিম সরদার, কাজী বায়েজিদ ও মো. নাজিমুদ্দিনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
আসামি ইককরাম খান ওরফে মাসুদ ওরফে নাঈম খান ও মুরাদ হোসেন মামলার শুরু থেকেই পলাতক।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে শেওড়াপাড়া শামীম সরণির ৫৪৯/এ নম্বর বাড়ির চারতলার একটি ফ্ল্যাট থেকে শিকলে হাত-পা বাঁধা অবস্থায় ইসহাকের অর্ধগলিত লাশ উদ্ধার করে শেরে বাংলানগর থানা পুলিশ। এ ঘটনায় চলতি বছরের ১ জানুয়ারি শেরেবাংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here