রবিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে মাসব্যাপী ১৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।
রোববার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করবেন।
শনিবার বিকেলে মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের এ কথা জানান।
বরাবরের মতো বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
এবার মেলায় বাংলাদেশ ছাড়া ১২টি দেশের ৪৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। যার মধ্যে প্রথমবারের মতো মেলায় অংশ নিচ্ছে উত্তর আফ্রিকার মরক্কো।
অন্যান্য দেশের মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
মেলার মোট স্টল সংখ্যা হচ্ছে ৫০৬টি। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৫০টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৪৪টি, প্রিমিয়ার মিনি-প্যাভিলিয়ন ৩৬টি, সংরক্ষিত মিনি-প্যাভিলিয়ন ১৫টি, প্রিমিয়ার স্টল ৪৭টি ও ৩০টি সাধারণ স্টল রয়েছে।
এছাড়াও মা ও শিশুর পরিচর্যা কেন্দ্র ৩টি, ৬টি রেস্তোরাঁ, শিশুদের বিনোদনের জন্য একটি অ্যামিউজমেন্ট পার্ক এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক একটি প্যাভিলিয়ন থাকছে এবারের বাণিজ্যমেলায়।
উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য বড়দের জন্য ২০ টাকা এবং শিশুদের জন্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার