প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী  শেখ হাসিনা জয়পুরহাট যাচ্ছেন  রবিবার। হেলিকপ্টার যোগে সকাল ১১টায় তিনি জয়পুরহাট আসবেন। তার সরকারী কর্মসূচীর মধ্যে রয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক ৭ একর জমির উপর বাস্তবায়িত দেশের প্রথম ও একমাত্র খনি, খনিজ ও ধাতব বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান “ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম)” এর উদ্বোধন করবেন। দেশের খনি ও খনিজ দ্রব্যের অনুসন্ধান মজুদ নির্ণয়, উত্তোলন পরিকল্পনা, গুনাগুন বিশ্লেষণ এবং ব্যবহার নিশ্চিত করনের উদ্দেশ্যে দেশের খনি ও খনিজ সম্পদকে অভ্যন্তরীন শিল্প কারখানায় ব্যবহারের লক্ষ্যে ২০০১ সালের জুন মাসে মাইনিং মিনারেলজি এন্ড মেটালার্জি বিসিএসআইআর জয়পুরহাটে স্থাপন শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয় এবং ২০০৯ সালের মার্চ মাসে তা সম্পন্ন হয়। এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ২৩ কোটি ৮৭ লক্ষ টাকা।

জয়পুরহাট-বগুড়া মহাসড়কে পল্লী বিদ্যুৎ সন্নিকটে যুব প্রশিক্ষণ কেন্দ্রেরও তিনি ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। যুব প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ইতোমধ্যে ২ একর জায়গা অধিগ্রহণ করা ও প্রকল্পটি বাস্তবায়নে ১৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অবশিষ্ট জেলায় ১১টি যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করবে এবং আগামী দেড় বছরের মধ্যে এর কাজ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে। এতে থাকবে-প্রশাসনিক ভবন, যুব ও যুব মহিলাদের আলাদা হোষ্টেল, স্টাফ কোয়াটার, মসজিদ, পোল্ট্রি ও কাউসেড পুকুর, হ্যাচারী সহ অন্যান্য স্থাপনা।

এছাড়াও প্রধানমন্ত্রী ১ একর জমির উপর ১৮কোটি ৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয় সাপেক্ষে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ভিত্তিপ্রস্থর স্থাপন ও ৮ শতাংশ জমির উপর দেড় কোটি টাকা ব্যয় সাপেক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী স্থানীয় সার্কিট হাউজে জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় মিলিত হবেন। সবশেষে বিকাল ৩টায় প্রধানমন্ত্রী স্থানীয় সার্কিট হাউজ মাঠে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বর্তমান মহাজোট সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ ভাষন দিবেন।

জয়পুরহাট পুলিশ সুপার মোজাম্মেল হক  জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এস এম শফিকুল ইসলাম/জয়পুরহাট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here