রবিবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকায় সব ধরনের মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণ-অবস্থান, সভা, মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেইসঙ্গে সকল প্রকার ছড়ি বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহনের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি। আগামী কাল প্রধান বিরোধী দল বিএনপি’র পূর্বনির্ধারিত গণমিছিলের দিনে আওয়ামী লীগ পাল্ট সমাবেশ ডাকায় মহানগর পুলিশ এ নিষেধাজ্ঞা জারি করলো।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং রাস্তায় দাঁড়িয়ে বা বসে কোন ধরনের সভা-সমাবেশ ও মিছিল করা যাবে না।