নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন নির্বাচন কমিশন গঠনের পুরো প্রক্রিয়াকে অসাংবিধানিক উল্লেখ করেছেন তিনি। সিইসি নিয়োগের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদের নিয়োগ অসাংবিধানিক। তাই বিএনপি এই সিইসি এবং কমিশন পুনর্গঠনের পুরো প্রক্রিয়াটিকে প্রত্যাখ্যান করছে।