গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলে আগামী ৯ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে আখ মাড়াই শুরু হবে। এ বছর মিল কর্তৃপক্ষ ৩ হাজার ১৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জানাগেছে, সুগার মিলের ভিভিন্ন জোন এলাকায় এ বছর আখের আবাদ কম হওয়ায় এ মৌসুমে মিলে ৩০ দিন উৎপাদন কার্যক্রম চলবে। বিভিন্ন এলাকায় সরকারি আইন উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী হ্যান্ড ক্রাশার ও পাওয়ার ক্রাশার মেশিনে আখ মাড়াই করে গুড় তোলা শুরু করেছে। প্রশানস অজ্ঞাত কারণে এসব পাওয়ার ক্রাশার মেশিন বন্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, এ বছর মিল জোন এলাকায় আখের আবাদ কম হওয়ায় এবং ক্রাশার মেশিনে পর্যপ্ত আখ মাড়াই হওয়ায় মিলে ৩০ দিন উৎপাদন চলবে। মহাব্যবস্থাপক (কৃষি) অলিক সোম জানান, অন্যান্য ফসলের তুলনায় আখের দাম কম হওয়ায় চাষীরা আখ চাষে আগ্রহ হারিয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম/ গাইবান্ধা